নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ১০,ফেব্রুয়ারি :: শনিবার সাত সকালে জোড়া খুন রায়গঞ্জে । খুনিকে ধরিয়ে দিল নিজের স্ত্রীই। এদিন সকাল দশটা নাগাদ হত্যাকারী রতন সরকারের স্ত্রী তার দাদাকে ফোন করে জানায় যে রতন কোথা থেকেও খুন করে বাড়িতে এসেছে গায়ে রক্তমাখা জামা কাপড়। মুহূর্তেই দাদা বাপ্পা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছায় ।
তালা বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দুটি মৃতদেহ। এরপর রতন সরকারের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, ঘটনার সূত্রপাত একটি গাড়ি বন্ধকি কারবার নিয়ে। বেশ কিছুদিন আগে রতনের কাছে এক লক্ষ টাকা ধার নিয়েছিল একটি চার চাকার গাড়ি বন্ধক রেখে পি ডব্লিউ ডি অফিসের গ্রুপ ডি সরকারী কর্মী বাপি সরকার ওরফে ডিস্কো। সেই টাকার সুদ সহ দেড় লক্ষ টাকার দাবিদার ছিল রতন।
টাকা ফেরত না পাওয়ায় শুক্রবার বাপিকে তুলে নিয়ে আসে তার বাড়ি থেকে রতন ও আরেক সহকারি বন্ধু তপন দে।ই সারারাত তপনের বাড়িতেই চলে তাদের বাদানুবাদ। এরপরেই শনিবার সকালে হঠাৎই উগ্র হয়ে ওঠে রতন সরকার সে প্রথমে খুর চালিয়ে খুন করে বসে বাপি ওরফে ডিস্কোকে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সে খুন করে বন্ধু পনত দেকেও।