নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: জোড়া ঘূর্ণাবর্ত! তার জন্য নিম্নচাপ। বানভাসি বাংলা বড় দুর্যোগের মুখে। লাগাতার বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে , প্লাবিত এলাকাগুলিতে, জলস্তর বাড়ছে গ্রামে। কিন্তু এ বৃষ্টি কত দিন চলবে ?
পুজো আসতে মাত্র আর কয়েকটা দিন, পুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা-সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।২৮ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। ২৯ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা।