নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: জোরপূর্বক পুকুর ভরাট করে জায়গা দখল করে বাড়ি তৈরীর অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আমিও বাসিন্দা অভিযোগ করেন তিনি ওই পুকুরটি কিনেছিলেন কিন্তু শেখ সালাউদ্দিন জোরপূর্বক সেই জায়গা ভরাট করে আবাস যোজনার টাকায় দোকান ঘর বানিয়েছেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পৌরসভা। কিন্তু নিয়ম ভেঙে সেই টাকায় ব্যবসা করতে দোকান ঘর বানিয়েছেন এক উপভোক্তা। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দা শেখ বাবু আলী নামে এক ব্যক্তি ১৩ নং ওয়ার্ডের রানিহাটিতে এক পুকুর কেনেন।
কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে সেই জায়গা ভরাট করে দোকান ঘর বানান অভিযুক্ত শেখ সালাউদ্দিন। যার ফলে অভিযোগকারী শেখ বাবু আলী পৌরসভা থেকে শুরু করে জেলাশাসক দপ্তর পর্যন্ত লিখিত অভিযোগ করেন কিন্তু তাতে কোন সাড়া মেলেনি।
পাঁশকুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রানিহাটির বাসিন্দা শেখ সালাউদ্দিন ২০১৮ এবং ১৯ অর্থবর্ষে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরীর জন্য মোট বরাদ্দ ছিল ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। বাড়ি তৈরীর বিভিন্ন ধাপে উপভোক্তাকে টাকা দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি শেষ হওয়ার পরে উপভোক্তাকে শেষ দফারও টাকা দেওয়া হয়।