সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: জোর করে চাষযোগ্য জমি দখলের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে কৃষকরা। জমির উপরে দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় কৃষকরা। আর এমনই ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কেএলসি থানার পাইকান গ্রামে।স্থানীয় কৃষক সূত্রের খবর, কেএলসি থানা এলাকার পাইকান গ্রামে কৃষকদের না জানিয়ে তাদের জমিতে জোর করে মাটি ফেলা ও জমি দখলের অভিযোগ। অভিযোগের তীর স্বপ্নভূমি কোম্পানির বিরুদ্ধে।আর এই কাজে ওই কোম্পানিকে সাহায্য করছে এলাকার কিছু জমি মাফিয়ারা। আর এরই প্রতিবাদ করলে কৃষকদের মারধর করার হুমকি দিচ্ছে স্থানীয় মাফিয়ারা।তবে কৃষকদের অভিযোগ, চাষযোগ্য জমি জোর করে দখল করে নিয়ে মাটি ফেলছে । জমিতে কৃষি কাজ না করলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে। এ বিষয়ে বারেবারে প্রশাসনের কাছে আবেদন করেছে জমি মালিকরা।
মেলেনি কোন সমাধান। ক্ষোভে ফুঁসছে কৃষক পরিবার। জমি দিতে নারাজ কৃষকরা। প্রতিবাদে জমির উপরে দাঁড়িয়ে বিক্ষোভ কৃষক পরিবারের।