নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: জ্ঞানেশ কুমারের মেয়ে মেধা রূপম এবং জামাই মণীশিন বনশলকে বিজেপি শাসিত রাজ্যে জেলাশাসক পদে বদলি করা হয়েছে।
এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে জ্ঞানেশ কুমার বিজেপির সঙ্গে আঁতাত করে দেশকে ধ্বংস করার মিশনে রয়েছেন এবং তার পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি যখন এসআইআর ঘোষণার একদিন আগে নিজের মেয়ে-জামাইকে বিজেপি রাজ্যে বদলি করছেন তখন এটা স্পষ্ট যে আপনি বড় মিশনে রয়েছেন।” তিনি আরও বলেন, “জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন। আর সেই মিশন হল দেশকে ধ্বংস করা।”

