জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা – হাসপাতাল সুত্র কি বলছে ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২৯,অক্টোবর :: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রের। হাসপাতাল সূত্রের খবর, নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি তার। আজ দুপুর পর্যন্ত হল্টার মনিটরিং চলবে, খবর হাসপাতাল সূত্রের। দুপুরের পর হল্টার মনিটর খোলার সম্ভাবনা রয়েছে।

বাম হাতে জোর পাচ্ছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সারভাইক্যাল স্পন্ডলাইটিসের জন্যই এই সমস্যা কি না তা দেখতে সার্ভাইকাল স্পাইনের এমআরআই করা হবে এবং মস্তিষ্কের এমআরআই করে দেখে নেওয়া হবে যে কোনও স্নায়ুতে কোনও সমস্যা হবে কিনা।

ডাক্তারদের পরামর্শমতো আজ সকাল থেকে বুকের ফিজিওথেরাপিও শুরু হয়েছে তাঁর। বনমন্ত্রীর ইউরিয়া, ক্রিয়েটিনিন মাত্রাটা সামান্য বেশির দিকে। চিকিৎসকদের সূত্রের খবর, গত এক বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজের সমস্যায় ভুগছেন তিনি। এই সমস্যার কারণেই ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা বাকিদের তুলনায় সামান্য বেশি।

গত কাল দুপুর ২টো থেকে হল্টার মনিটরিং চলছে। আজ দুপুর ২টো তা শেষ হবে। তার পরই তাঁকে এমআরআই করাতে নিয়ে যাওয়ার কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =