সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বামেদের ডাকা ধর্মঘটের প্রথম দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই পথে নেমে পড়লো বাম কর্মী সমর্থকরা l জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের পদ্ধেরহাট এলাকায় জয়নগর-বারুইপুর সংযোগকারী কুলপি রোড অবরোধ করলেন বামকর্মী সমর্থক রা l
রাস্তায় রীতিমতো বেঞ্চ পেতে দলীয় পতাকা হাতে নিয়ে অবরোধ করে l চলছে বন্ধের সমর্থনে স্লোগানও l এর ফলে কুলপি রোড তথা ১ নম্বর রাজ্য সড়কে আটকে গাড়ি চলাচল বন্ধ l
শিয়ালদা দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লাইনের দক্ষিণ বারাশত ও হোগলা স্টেশনের মাঝখানে বানেশ্বরপুর এলাকায় এবার আপ এবং ডাউন লাইনে রেল অবরোধে শামিল হল বাম কর্মী সমর্থকরা I সোমবার দেশ জোড়া ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ডাউন ট্রেন আটকে দেয় I রেললাইনে দলীয় পতাকা লাগিয়ে দেয় এবং রেল অবরোধ করা হয়েছে Iএই অবরোধের দরুন আটকে পড়েছে বাকি অন্যান্য ট্রেন