সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর: :: পৌর সভার ভোটের দিন যে কোন সময় ঘোষণা হতে পারে নির্বাচন কমিশনের তরফে।সব রাজনৈতিক দলই প্রার্থীর নাম মোটামুটি ঠিক করে ফেলেছে।রাজ্যের একমাএ কংগ্রেস পরিচালিত দেড়শো বছরের প্রাচীন জয়নগর মজিলপুর পৌরসভার ভোট ও কদিন পরে।
ভোট ঘোষণা না হলেও জয়নগর মজিলপুর টাউন এলাকায় দলীয় প্রার্থীর দেওয়াল লিখনের সূচনা করলো জয়নগর মজিলপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে। জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে নিজের হাতে নিজের নামের দেওয়াল লিখনের মধ্যে দিয়ে পৌর ভোটের দেওয়াল লিখনের সূচনা করলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা সুজিত সরখেল।
এদিন সকালে রং, তুলি হাতে কর্মী সমর্থক দের নিয়ে এই দেওয়াল লিখনের সূচনা করে সুজিত সরখেল বলেন,গত ১৫ বছর ধরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এবং গত ৫ বছর আমি চেয়ারম্যান থাকাকালীন এলাকার উন্নয়নে জোর দিয়েছি।এলাকার মানুষের পাশে সবসময় আছি সবসময় থাকবো।
এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এই ভোট যুদ্ধে নেমে পড়লাম।এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুজিত সরখেলকে জেতানোর বার্তা দেওয়া হয় এই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে।