নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: ২৭শে এপ্রিল :: নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাট সর্দার পাড়া । এই গ্রামের অধিকাংশ মানুষই গরিব ও অসহায় । গতকাল রাত্রিতে কৃষ্ণগঞ্জ ব্লকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয় । ঝড়ের দাপটে রাস্তায় গাছপালা ভেঙে যায় । সর্দার পাড়ায় প্রায় ২৫ টি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে গাছের উপরে পড়ে।
বৃষ্টির মধ্যেও বাড়ির তক্তার নিচে রাত কাটাতে বাধ্য হয় গ্রামবাসীরা । ঝড়ের দাপটে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে । বাড়ির টিনের চাল গাছের উপরে উঠে গেছে এ দৃশ্য দেখে অনেকেই ভয়ে শিউরে উঠছেন । প্রতিটি পরিবার চিন্তায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন । তারা ভেবে উঠতে পারছেন না কিভাবে তাদের ঘরের উপর ঢাকা দেবে ।
এই খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে কৃষ্ণগঞ্জের বিভিন্ন জায়গায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাস । তিনি পরিবারের সাথে কথা বলেন প্রাথমিকভাবে তিনি প্রত্যেককে একটি করে ত্রিপল দেন । পরিবারের সদস্যদের তিনি আশ্বস্ত করেন কৃষ্ণগঞ্জ বিডিওর কাছে গিয়ে তিনি তাদের জন্য দরবার করবেন এবং তারা যাতে সরকারি সাহায্য পান সে চেষ্টা তিনি করবেন ।