নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,এপ্রিল :: কিছুদিন আগে ময়নাগুড়ির বার্নিশ এলাকা ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল। মাত্র ১৫ মিনিটের ঘূর্ণিঝড়ে সবকিছু উলট-পালট হয়ে যায়। কেউ মাথার উপর ছাদ হারিয়েছেন, কেউবা সব কিছু হারিয়ে সর্বহারা হয়েছেন।
ঝড়ের রাতে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আহতদের সাথে সাক্ষাৎ করেন পাশে থাকার আশ্বাস দেন। ঝড়ের কারণে প্রচুর মানুষের অসহায় অবস্থা ওই এলাকায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো তাদের পাশে থাকার কাজে সচেষ্ট হয়েছে।
এরকম একটি সংস্থা অভিজ্ঞান মিশন, এই সংস্থাটি শহর শিলিগুড়িতে অবস্থিত । যারা শহর শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির বার্নিশ এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। ৭০ থেকে ৮০ টি পরিবারের মানুষদের মুখে খাবার তুলে দেন তার। অন্তত ২০০ থেকে ২৫০ লোককে খাওয়ার ব্যবস্থা করেন।
এই বিষয়ে অভিজ্ঞান মিশন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রাম ঝা জানান, মানুষের অসুবিধার দিনে মানুষের পাশে দাঁড়াতে তারা ভালোবাসেন। ঝড়ে কবলিত সর্বহারা মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তাদের ভালো লাগছে। সমাজে প্রচুর মানুষ অসহায় অবস্থায় রয়েছেন তাদের পাশে যথাসাধ্য দাঁড়ানোর চেষ্টা করবেন তারা।