নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: সোমবার ২৪,মার্চ :: মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে মানুষের সাহায্যার্থে দুবরাজপুর ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান।
তাই এবার দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিনি। গত দু’দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে চণ্ডীপুর গ্রামের অক্ষয় বাগদির মাটির বাড়ি ভেঙে পড়ে।
অল্পের জন্য পান অক্ষয় বাগদী সহ তাঁর স্ত্রী। তাই তাঁদের ক্ষতিগ্রস্ত বাড়ি সরেজমিনে পরিদর্শন করেন রফিউল হোসেন খান।
তাঁর সাথে ছিলেন জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ তৃণমূল নেতারা। এদিন ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চাল, ডাল, মুসুরী, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন রফিউল হোসেন খান।
তাছাড়া ঐ পরিবারকে আর্থিক সাহায্যও করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।