নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুমলা/ ঝাড়খন্ড :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াইয়ে তিনজন মাওবাদী নিকেশ হয়েছে। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের গুমলা জেলার কেচকি গ্রামের কাছে জঙ্গল ঘেরা এলাকায় অভিযান চালান নিরাপত্তারক্ষীরা।
দীর্ঘক্ষণ তল্লাশির পর মাওবাদীদের হদিস মেলে। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর তিন মাওবাদীর মৃত্যু হয়।জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্রও। জঙ্গলে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং নাশকতা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে।
অভিযানে নিরাপত্তারক্ষীদের কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, নিকেশ হওয়া মাওবাদীরা ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল।