নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৯,মার্চ :: অল্প সুদে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা অভিযোগে ঝাড়খণ্ড থেকে মহাবীর দাস সহ চার জনকে গ্রেফতার করল বসিরহাটের সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিস সূত্রে জানা যায় সম্প্রতি বসিরহাটের দুই ব্যাক্তি প্রতারণার শিকার হন ।
অভিযোগ পেয়ে সাইবার ক্রাইমের অফিসাররা চার জনকে গ্রেফতার করে। এই দুই ব্যাক্তিকে মোবাইলে ফোন করে অল্প সুদে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে
বসিরহাটের দুই ব্যাক্তির কাছ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারণা চক্রের বাকিদের খোঁজ চলছে। আজ অভিযুক্ত চার জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।