নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৩০,ডিসেম্বর :: ঝাড়খণ্ড-বাংলা সীমানায় ডুবু-ডিহি চেকপোস্টে আর টি ও অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বাস মালিক সহ যাত্রীদের । প্রায়শই আর টি ও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে আবারো আর টি ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিক দের বিরুদ্ধে বাস চালক সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এলো ।
অভিযোগ অনুযায়ী, জানাযায় যে কিছু আরটিও অফিসার ডুবু-ডিহি চেক পোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে বাসের কাগজ দেখার নাম করে চালকের উপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়।
যাত্রীদের অভিযোগ অনুযায়ী ওই সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে। এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে।
বাসের মধ্যে থাকা ছোট শিশু ,মহিলা ও প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন। এরপরেই এই ঘটনার প্রতিবাদে অসানসোল বাস স্ট্যান্ডে যাত্রীরা বিক্ষোভ দেখান।তারা আর টি ও অফিসারদের এই অমানবিক আচরণকে অন্যায় বলে দাবি করেছেন।বিক্ষোভ কারীরা জানান এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয়,বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা।