দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের দুই মহিলার নাম ঘোষনা করল জেলা সভাপতি। এদিন ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে জেলা তৃণমুলের কার্যালয়ে পুরসভার জয়ী কাউন্সিলরদের সংবর্ধনা দেয় জেলা তৃণমূল নেতৃত্ব।
সেখানে দলের নির্দেশ মেনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলনেত্রীর মনোনীত দুই মহিলা কাউন্সিলার দের সর্বসম্মতভাবে সমর্থন জানান দলীয় কাউন্সিলররা।
বৈঠকে উপস্থিত ছিলেন গোপিবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, জেলা তৃণমূলের সভাপতি তথা বিনপু্রের বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, এবার পুরসভার ১৮টি আসনের মধ্যে ১৬ টিতেই জয় লাভ করে তৃণমূল। পুরসভার দুই পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় এদিন।
পৌরসভার চেয়ারম্যান পদে কবিতা ঘোষ ও ভাইস চেয়ারম্যান পদে সুখি সরেনের নাম ঘোষনা করে জেলা সভাপতি এবং পাশাপাশি আগামি দিনে যে সমস্ত কাজ অসম্পুর্ণ রয়েছে তা দ্রুততার সাথে করার কথা জানান দেবনাথ।পাশাপাশি গোপিবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত বলেন নেত্রী বলেছেন শহরের রাস্থা ঠিক রাখার জন্য |
শহরের মেন রাস্থা বাদে কোন রাস্তায় ভারি গাড়ি, বালি গাড়ি চালানো যাবে না যা দলের নির্দেশ রয়েছে। নব নিযুক্ত পৌরসভার চেয়ারম্যান শপথ গ্রহণের পর বাকি কাউন্সিলরদের সাথে নিয়ে তাড়াতাড়ি কাজ গুলো শুরু করার কথা জানান।