দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: সোমবার সকাল থেকেই ঝাড়গাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন বামফ্রনটের সিপিআই দলের প্রার্থী প্রতীক বাবু।তার সাথে ছিলেন সিপিএম দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক তথা ঝাড়গ্রাম পৌরসভার তিনবারের প্রাক্তন পৌর প্রধান প্রদীপ সরকার।
বাড়ি বাড়ি গিয়ে সিপিআই দলের প্রার্থী ভোট প্রচার করে কাস্তে ধানের শীষ চিহ্নে তাকে ভোট দেওয়ার আবেদন জানান এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি বলেন ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝাড়গ্রাম পৌরসভা ঝাড়গ্রাম পৌর এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি ।
শুধু কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। তাই ঝাড়গ্রাম পৌর এলাকার প্রকৃত উন্নয়নের জন্য তাকে ভোট দেওয়ার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান.