কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে নামতে দেখা গেল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের। বৃহস্পতিবার মালদহের চাঁচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের হলঘরে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আয়োজিত হয় স্বচ্ছ ভারত অভিযান।এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিগণ |তারপর জাতীয় সেবা প্রকল্পের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি রেলি বের হয় যা গোটা শহর পরিক্রমা করার পর চাচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়।
এদিনের এই রেলিতে পা মেলান চাঁচোলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল। তারপর বিদ্যালয় চত্বরসহ রাস্তাঘাট ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা থেকে শুরু করে জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা।আবর্জনা ও জঞ্জালমুক্ত শহর গড়তে এই উদ্যোগ নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচোল এর মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, চাঁচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আশরাফুল হক, স্কুলের সমিতির সভাপতি দেবজিৎ রায় চৌধুরী, জাতীয় সেবা প্রকল্প আধিকারিক পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এ বিষয়ে জাতীয় সেবা প্রকল্প আধিকারিক পার্থ চক্রবর্তী বলেন,সেমিনার সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাফাই অভিযান করা হয়।