ঝামেলা যুবভারতী স্টেডিয়ামের বাইরে। অভিযোগ মেসির এক ঝলক পর্যন্ত দেখতে পাননি অনুরাগীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৪,ডিসেম্বর :: ঝামেলা যুবভারতী স্টেডিয়ামের বাইরে। অভিযোগ মেসির এক ঝলক পর্যন্ত দেখতে পাননি অনুরাগীরা। মেসিকে ঘিরে রেখেছে অরূপ বিশ্বাস সহ তৃণমূলের নেতারা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন মেসি।

এত টাকা খরচ করে টিকিট কেটে এসে একঝলক পর্যন্ত দেখতে পাননি অনুরাগীরা মেসিকে। ম্যানেজমেন্টের দিকেই অভিযোগের আঙুল অনুরাগীদের।

কলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা। আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা তিনি শতদ্রু দত্ত রিষড়ার বাসিন্দা। যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। রিষড়া বাঙুর পার্ক এলাকায় বাড়ি শতদ্রুর।

শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন।এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্ট এর কাজ।পরে সেই কাজে আরো বড় পদক্ষেপ।বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন।

যে সব খেলোয়াড়কে একবার চোখে দেখার জন্য আসমুদ্রু হিমাচল পাড়ি দিতে পারেন তার ভক্তরা।সেই সব খেলোয়ারকে টার্গেট করে আনতে শুরু করলেন।কলকাতায় আনলেন নিজের বাড়িতেও আনলেন।বাড়িতেই বানিয়ে ফেলেন ফুটবল মাঠ।

পেলে, কাফু, মার্টিনেজ, রোনাল্ডিনহো কে নিয়ে আসেন। মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন। মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান।তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষন ঠিক করেন।

১৩ ডিসেম্বর সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন।হাজার হাজার মেসি ভক্ত ভীড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা ভাঙচুর কলকাতার মাথা হেট হয় বিশ্বের কাছে।

শতদ্রুর বাড়িতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়।রিষড়া থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করে চন্দননগর পুলিশ।
শতদ্রুর প্রতিবেশিরা জানান,এর আগে যখন মার্টিনেজ এলো সব ঠিক ঠাক ছিলো। যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারাও জানান,অব্যবস্থার কারনে মেসিকে দেখতেই পাননি কেউ। যারা দর্শকাসনে ছিলেন অনেক দূরে তারা কোনো ভাবেই মেসেকে দেখতে পাননি।
নেতা মন্ত্রীদের ভীড় ছিলো মেসিকে ঘিরে।মাঠ প্রদক্ষিন করেননি মেসি। মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ  ছাড়েন  মেসি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =