দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। সূর্য মধ্যগগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি। তার উপরে জঙ্গলে খাবারের আকাল।শুক্রবার খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে রামলাল ও ফগলু নামে দুটি দাঁতাল ঝাড়গ্রামের শালবনি এলাকার আম বাগানের নিচে আশ্রয় নিয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্ৰির কাছাকাছি। একদিকে খাবারের সন্ধানে তো অপরদিকে অতিরিক্ত তাপমাত্রায় কার্যত রেহাই পেতে হাতির দল লোকালয়ে আশ্রয় নিচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি দাঁতাল হাতির দল কোনোভাবেই গ্রামে না প্রবেশ করতে পারে তারই জেরে হুলা পার্টির সদস্যরা হাতির দলটির ওপর নজরদারি চালাচ্ছে।