দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে। মৃত মহিলার নাম রেখা মাহাতো, তার বয়স প্রায় ৪৫ বছর ।
তার বাড়ি ঝাড়গ্রাম থানার সাপধরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে । মঙ্গলবার দুপুরে তিনি কেন্দু পাতা তুলতে পাশের জঙ্গলে গিয়েছিলেন। রাত্রে বাড়ী না ফেরায় আজ সকালে জঙ্গলে খুজা খুঁজি করতে তার মৃত দেহ উদ্ধার হয়।হাতি তাকে পা দিয়ে পিষে চলে যায়। ঘটনাস্থলেই রেখা মাহাতোর মৃত্যু হয় ।ওই এলাকায় একটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে বলে গ্রামবাসীরা জানান । গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়ে ছিল। কিন্তু ওই হাতিটিকে অন্যত্র তাড়ানোর কোনো ব্যবস্থা করা হয়নি।
রেখার মাহাতোর মৃত্যুর ঘটনার পর বন দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। সেখানে গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন।
ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।
বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। ফের হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।