ঝাড়গ্রামের ১০নং ওয়ার্ডে হুমকি দেওয়া হচ্ছে নির্দল প্রার্থীকে অভিযোগ শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রামের ১০নং ওয়ার্ড। এখানে কোথাও সিপিআই এর পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। দেওয়াল দখল করে নেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে নির্দল প্রার্থীকে।বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে।

১০নং ওয়ার্ডে অনেকটাই এগিয়ে তরুন বাম প্রার্থী। পরেই রয়েছেন বিজেপির পেশায় উকিল আর এক শিক্ষিত তরুন। এদের পরে এলাকায় বিপদে আপদে পাশে দাড়ানো নির্দল পার্থী যথেষ্ট আলোচিত।

একদম শেষের সারিতে রয়েছেন শাসক দলের পার্থী। আর সে কারনেই প্রাক্তন মাওবাদী নেতা ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মহাতকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে এই ওয়ার্ডে। তার নেতৃত্বে এলাকায় ভীতির সঞ্চার করতে বিরোধীদের উপর এই আক্রমণ বলে দাবি বাকি প্রার্থীদের। এবার পৌরসভা নির্বাচনে প্রথম থেকেই নজরে ১০ নং ওয়ার্ড। বাম সমর্থিত সিপিআই প্রার্থী প্রতীক মৈত্র তরুন প্রজন্মের কাছে পরিচিত মুখ।

গোটা করোনা কালে দল নির্বিশেষে ছুটে বেড়িয়েছে করোনা আক্রান্তদের সাহাযার্থে। কখনো অক্সিজেন কখনো খাবার তো কখনো করোনা হাসপাতালে ভর্তীর ক্ষেত্রে। তাই প্রচারের শুরু থেকেই সে অনেকটা সামনের সারিতে। তরুন উকিল এবং বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলার সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত তরুন উকিল বলে পরিচিত।

সারা বছর মানুষের পাশে থাকা নির্দল প্রার্থী গায়ত্রী ঘোষ এলাকার এক অংশের মানুষের ভোট কাটবে বলে ধারনা রাজনৈতিক মহলের। আর এখানেই একদম পিছনের সারিতে রয়েছে তৃনমূল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =