ঝাড়গ্রামের ১০ নং ওয়ার্ড। সিপিআই পার্থী প্রতিক মৈত্র র সমর্থনে প্রচার চালাচ্ছেন বিশিষ্ট নাট্যকার সৌরভ পালোধি

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবারের সকাল। দরজা খুলতেই সামনে মিরাক্কেল ক্ষ্যাত সৌরভ পালোধি। হাত জোড় করে শান্তিতে নিজের ভোট সকাল সকাল দিয়ে আসার আবেদন করছেন।

ঝাড়গ্রামের ১০ নং ওয়ার্ড। সিপিআই প্রার্থী প্রতিক মৈত্রর সমর্থনে প্রচার চালাচ্ছেন বিশিষ্ট নাট্যকার এবং কৌতুক শিল্পী সৌরভ পালোধি। সাথে প্রার্থী  প্রতিক মৈত্র, এবং জনা তিনেক কর্মী। লালঝান্ডা কাঁধে নিয়ে হেটে বেড়াচ্ছেন পাড়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই ওয়ার্ডে এবার জোর লড়াই সিপিআই এবং বিজেপি প্রার্থীর মধ্যে। এখানে তৃনমূল অনেকটাই পেছনের সারিতে |

গতকালই বহিরগত লোক নিয়ে তৃনমলের সমর্থনে শহরে কয়েকশ লোক নিয়ে মিছিল করে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জ্জি। আজ আর এক অভিনেতা বাড়ি বাড়ি ঘুরে কোভিড বিধি মেনে প্রচার করছেন। সেই প্রসঙ্গ ধরে সৌরভ জানায় আসলে মানুষ বিভ্রান্ত এই অভিনেতা রা কবে কোন দল করেন তা নিয়ে। তাই ঐ মিছিল নয়। প্রার্থী প্রচারে বাড়ি বাড়ি যাওয়া বেশী পছন্দের। মানুষকে বলা হচ্ছে স্বচ্ছ পৌরসভা পেতে নতুন মুখকে ভরসা করুন।

করোনার মতো বিপদের সময় নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে যে ছিলেন তাকে ভোট দিন। বিজেপির উকিল প্রার্থী চন্দনেশ্বর সেনগুপ্তের বক্তব্য শিক্ষিত মানুষকে নির্বাচিত করুন। যারা মানুষের জন্য ভাববে।কাজ করবে। যা সাধারন মানুষের কাছে গ্রহন যোগ্যতা পাচ্ছে।

সাধারন মানুষেরও অভিযোগ মাওবাদীরা যে রকম কোরাপশনকে এবার হাতিয়ার করে বিভিন্ন জায়গায় লিফলেট, ব্যানার দিয়ে প্রচার চালাচ্ছে, তাতে এবারে শাসক দলের মুখ নিয়ে চিন্তিত। এরা জিতলে মাওবাদীরা রাজনীতি করার সুযোগ পেয়ে যাবে। শহরে আক্রমন এর সম্ভাবনা বাড়ছে। তাই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তৃনমূল প্রার্থী বাম ও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =