দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রামের ১৩ নং ওয়ার্ড রাস্তা ডুবে আছে জলের তলায়। সেখানে দাঁড়িয়ে সকাল বেলা বিজেপির পার্থী প্রচার শুরু করে। খোঁজ নিয়ে জানা গেলো নতুন নয় সারা বছরই জলের তলায় থাকে এই এলাকার বেশীর ভাগ রাস্তা।
বর্ষায় জল ঢুকে যায় বাড়ির মধ্যে অভিযোগ এলাকাবাসীর। শাসক দলের নেতারা এসে শুধু ঘুরে গেছে বছরের পর বছর।
জলমগ্ন রাস্তার সামনে দাড়িয়ে বিজেপি পার্থী অশোক মহান্তি বেহাল অবস্থার কথা তুলে ধরেন। এলাকায় এবার এর প্রভাবও পড়েছে যথেষ্ট। এলাকার লোককেও এ অবস্থায় কাছে পেয়ে যাচ্ছে বিজেপি।