দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে ঝারগ্রাম জেলাশাসকের কার্যালয়ে হলে বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন উপলক্ষে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিবেক চেতনা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ আরো অনেকে। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঝাড়্গ্রাম জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।