দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: উচ্চনেতৃত্বের সিদ্ধান্তে মুখ পুড়ল দলের।নির্দল প্রার্থী কেই টিকিট দলের। ঝাড়গ্রামে তৃনমূলের ১১নং ওয়ার্ডের প্রার্থী জল্পনা মিদ্দার । প্রার্থী কে ঘিরে মুখ পুড়লো দলের।এসসি মহিলা না হওয়া সত্ত্বেও জোর করে পার্থী করার চেষ্টা। মুখ বাঁচাতে দলের বিরুদ্ধে দাঁড়ানো নির্দল পার্থীকে সিম্বল দেওয়ার সিদ্ধান্ত।
জেনারেল মহিলা কে এস সি ওয়ার্ডে পার্থী করে সিম্বল দেওয়া হল ঝাড়গ্রামে।তৃনমূলের চুড়ান্ত ভুলে ভরা প্রার্থী তালিকা। প্রথম বার তালিকা বদল করেও ভুল শুধরালো না নেতৃত্ব। দ্বিতীয় তালিকা ঘিরেও ঝাড়গ্রামে বিশৃঙ্খলা অব্যাহত প্রতিটা ওয়ার্ডে।
এরই মধ্যে কাষ্ট সার্টিফিকেট না থাকা সত্ত্বেও সিডিউলকাষ্ট মহিলা নির্ধারিত ১১নংওয়ার্ডে দাড়ানোর জন্য ১নম্বর ওয়ার্ডর বাসিন্দ জল্পনা মিদ্দাকে টিকিট দেয় দল। কর্মীদের বিরোধ থাকা সত্ত্বেও জোর করে দল চাপিয়ে দেয় বলে অভিযোগ।
বহিরাগত জেনারেল পার্থীকে ঘিরে রাজ্য সড়ক অবরোধ,পোষ্টারিং, বিক্ষোভ চলতে থাকে এলাকায়। তাদের কথার গুরুত্ব না দিয়েই সিম্বল দেওয়া হয়।এলাকার মানুষরা ও দলের বিরুদ্ধে নির্দল পার্থী কে দাঁড় করায়।শেষে গতকাল এসসি সার্টিফিকেট না থাকার জন্য তৃনমূল পার্থীর পার্থী পদ বাতিল করে দেওয়া হয়।
মুখ পোড়ে তৃনমূল দলের। শেষে দলের বিরুদ্ধে দাড়ানো নির্দল পার্থী রুপা মল্ল কেই দলীয় প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্থীপদ খারিজ হওয়া তৃনমূলের ঘোষিত জল্পনা মিদ্দার দাবি তিনি সিডিউলকাষ্ট।দলের কর্মীদের অভিযোগ এবার ঝাড়গ্রামের প্রার্থী পদ ঠিক করেছেন ঝাড়গ্রামের কোঅর্ডিনেটর পার্থ চট্টপাধ্যায় নিজে। সমস্ত টাই ভুলে ভরা। নিজস্ব কোনো স্বার্থ সিদ্ধির উদ্যেশেই এই তালিকা। এতে ঝাড়গ্রামে অন্য শক্তির হাত শক্ত করার চক্রান্ত বলে দাবি ঝাড়গ্রাম বাসীর।