দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রাজ্যপাল কোন দৃষ্টি ভঙ্গিতে কি বলেছেন তা নিয়ে আমার মন্তব্য করা সঠিক নয়।কিন্তু রাজ্যে গনতান্ত্রীক অধিকার খন্ডিত। মানুষ তার নিজস্ব দাবিদাওয়া নিয়ে কোভিড প্রোটোকল মেনে কোনো আন্দোলন করতে পারছে না। করলে বাধা আসে। যেমন গতকাল ছাত্রদের অধিকার রক্ষার জন্য নির্দিষ্ট কভিড বিধি মেনে আন্দোলনে সামিল হলে পুলিশ গ্রেপ্তার করে।
বিমান বাবু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর বিরোধ অনেক দিন ধরে চলছে। সেই বিরোধ মিটিয়ে নেওয়া যায়। বিরোধ থাকবে কিনা দেখা উচিত। রাজ্যপাল রিপোর্ট চাইছে সেটা পাঠিয়ে দিলে হয়।
পৌর সভায় নির্বাচনে আমরা সমস্ত জায়গায় নির্দেশ দিয়েছি। এলাকায় যেখানে নিজের কোমরের জোর নেই সেখানে অন্যদলকে সমর্থন করা হবে। স্থানীয় স্তরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে।