দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: গতকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকাল থেকে বৃষ্টি থামলেও মেঘলা আকাশ। ফের বৃষ্টিতে কপালে ভাঁজ চাষিদের। তাদের বক্তব্য বহু চাষি ধান তুলতে পারেন নি তাদের ধান মাঠে নষ্ট হওয়ার অশঙ্কা।
আলু ধ্বাস রোগ লাগার আশঙ্কা। শাক, তৈলবীজ জাতীয় গাছে এক রকম পোকা লাগা শুরু হয়েছে। আগের দুবার বৃষ্টিতে ফষলের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে আবার বৃষ্টিতে আরো ক্ষতির আশঙ্কা।।