ঝাড়গ্রামে পানীয় জল প্রকল্প নিয়ে টাকা নয় ছয় এর অভিযোগ বিরোধীদের ,অস্বীকার শাসকদলের

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ ::ঝাড়গ্রাম :: ৩২ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১৩ সালে ঝাড়গ্রাম পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম পৌরসভা দখল করার পর প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে।

ঝাড়গ্রাম বাসীর পানীয় জলের আর সমস্যা হবে না। তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝাড়গ্রাম পৌরসভা রাজ্য সরকারের কাছে পানীয় জল প্রকল্পের জন্য প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর রাজ্য সরকার ১০০ কোটি টাকারও বেশি টাকা পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ করে।

ঝাড়গ্রাম ব্লকের এলাকায় বৈতা এলাকায় কংসাবতী নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে ঝাড়গ্রাম শহরের প্রতিটি পরিবারকে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু আট বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিশবাঁও জলে ওই প্রকল্পের কাজ।

যত্রতত্র পড়ে রয়েছে জল প্রকল্প এর পাইপ গুলি ।এখনো কাজ সম্পন্ন হয়নি । যার ফলে পৌরসভা নির্বাচনের মুখে পানীয় জল প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

বিরোধী রাজনৈতিক দল গুলি পানীয় জল প্রকল্পকে প্রধান ইস্যু করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ঝাড়গাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সিপিআই দলের প্রার্থী প্রতীক মৈত্র বলেন ১০০ কোটি টাকার জল প্রকল্প এর রাজ্য সরকার অনুমোদন দিলেও ঝাড়গ্রাম পৌরসভা তা বাস্তবায়ন করতে পারেনি। ওই প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। জল প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতাদের পকেটে যেমন ঢুকেছে।

তেমনি বিভিন্ন ঠিকাদার এর পকেটে ঢুকেছে। কাজের কাজ কিছুই হয়নি। তাই ঝাড়গাম পৌরসভার মানুষ পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। পুরো টাকাটাই গায়েব হয়ে গিয়েছে বলে তিনি জানান। বিজেপি দলের ঝাড়গ্রাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপন মাহাতো বলেন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

কিন্তু তা বাস্তবে রূপায়ণ করা হয়নি। যার মধ্যে অন্যতম হলো পানীয় জল প্রকল্পের কাজ। তা আজও বাস্তবায়িত হয়নি, আগামী দিনে হবে না।

কারণ সব টাকা কাটমানি নেতাদের পকেটে ঢোকেছে। আর কিছু ঠিকাদারের পকেটে ঢুকেছে। তাই কাজের কাজ কিছুই হয়নি। তাই পানীয় জলপ্রকল্প কে তিনি হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি।

বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়গ্রাম পৌরসভার বিদায়ী প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা ঝাড়গ্রাম পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবিতা ঘোষ। তিনি বলেন বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন ।জল প্রকল্পের কাজ চলছে।

কিছু একটা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী এক বছরের মধ্যে ঝাড়গ্রাম শহরবাসীর প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে যাবে। বিরোধীদের কাজ সমালোচনা করা। বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে হেয় করতে মিথ্যা অভিযোগ করছে।জল প্রকল্পের কোন টাকা তছরূপ হয়নি ,আগামী দিনে তা প্রমাণিত হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 18 =