দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রামে পৌরসভা ভোটের দোরগোড়ায় ফের মাওবাদীদের পোষ্টার। গতকাল পুলিশের উপরমহল থেকে এক নির্দেশিকা জারি হয় যে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের পাঁচ জায়গায় মাওবাদী দের পোষ্টার যেখানে পড়বে সেগুলো যেন তুলে না ফেলা হয়। তাতে নাশকতার আশঙ্কা থাকার সম্ভাবনা। তবু আজ ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় পড়া মাওবাদী পোষ্টার ঝুঁকি নিয়ে সরিয়ে ফেলা হয়।
গত ২১ তারিখ রাতে শহরের ৭নং ওয়ার্ডের পার্থী গোবিন্দ সোমানির আশ্রিত দুষ্কৃতিরা মাওবাদী কায়দায় নিরিহ মহিলাদের মারধোর এর ঘটনার পরই শহরের উপকন্ঠে এই পোষ্টারিং এ চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর মাওবাদীরা ফের শক্ত সংগঠন গড়ে তুলেছে জঙ্গলমহল এলাকায়। আর ভোটের আগে দুর্নীতিকে সামনে রেখে সাধারন মানুষের কাছে পৌছাতে চাইছে তারা। পৌর ভোট কে সামনে রেখে একের পর এক পোষ্টারিং করছে তারা।
এবার শাসক দলে কিছু দুর্নীতি পরায়ন মুখ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা গেছিলো শহরে। আর মাওবাদী রা এই সুযোগ কেই কাজে লাগাতে চাইছে। সূত্রের খবর তাদের পরিকল্পনা দূর্নিতি পরায়ন মুখ জিতলে তাদের সহজেই আক্রমন করা সম্ভব। সেক্ষেত্রে মানুষের সহানুভূতি ও মাওবাদী দের দিকেই থাকবে। আতঙ্কে বাকি দুর্নীতিপরায়ন নেতারা এলাকা ছাড়া হওয়ার সম্ভাবনা। আর এই সুযোগে এলাকার দখল নেবে মাওবাদী রা।
সে কারনেই ঝাড়গ্রাম বাসীর একাংশ এবং নাগরিক সমাজ এর আর্জি ঝাড়গ্রামকে বাঁচাতে হলে দল না দেখে ওয়ার্ডের নিরিহ ভালো মুখ কে জেতান। তাতে মাওবাদী দের আক্রমন থেকে ঝাড়গ্রামকে রক্ষা করা যাবে।