দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শিবরাত্রির পুজোর সরঞ্জাম কিনে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী। ঘটনা গোপীবল্লভপুর বাজার লাগোয়া খুন্তি চক এলাকায়।আহত ব্যক্তির নাম রতীন খামরী ।বাড়ি গোপীবল্লভপুরের পারুলিয়া গ্রামে।
জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ রতীন বাবু গোপীবল্লভপুর বাজার থেকে বাড়ির জন্য শিবরাত্রি ব্রতের সরঞ্জাম কিনে বাড়ি ফিরছিলেন গোপীবল্লভপুর হাতিবাড়ি রোড় ধরে।
অভিযোগ, সেই সময় খুন্তি চক এলাকায় বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় গুরতর জখম হন রতীন খামরী। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং পুলিশ কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর পরেই ওই এলাকার মানুষজন বেশ কিছুক্ষণ পথ অবরোধের করেন । পরে ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে অবরোধ তুলে দেন।
উল্লেখ্য,গোপীবল্লভপুর- হাতিবাড়ি রাস্তার উপর বারে বারে বেপরোয়া যান চলাচলের খবর পাওয়া যায়। ফলস্বরূপ মাঝে মধ্যেই রাস্তার উপর ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া যায়।ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বর্তমানে গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে খুন্তি চক হস হাতিবাড়ি রাস্তার একাধিক জায়গায় ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে।
কিন্তু এত সবের পর এদিনের এই দুর্ঘটনা ফের এলাকার মানুষকে চিন্তায় ফেলছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী রাস্তার উপর গাড়ির গতি নিয়ন্ত্রণে আরও কড়া হতে হবে পুলিশকে।