দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: জেলা জুড়ে উৎসবের মধ্য দিয়ে পালিত হল সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস। ঝাড়গ্রাম শহরে প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেনের নেতৃত্বে সুশৃঙ্খল বর্নাঢ্য মিছিল ছিলো চোখে পড়ার মতো।
ঝাড়গ্রামের কুমুদ কুমারী বিদ্যালয় থেকে ৫নং রাজ্য সড়ক ধরে বাজার হয়ে প্রায় ৪কিমি রাস্তা অতিক্রম করে পৌর ময়দানে মিছিলের সমাপ্তি হয়।মিছিলটি সংগঠিত করেন ঝাড়গ্রাম শহর তৃনমূল সভাপতি প্রশান্ত রায়। মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
অপর দিকে জেলার প্রায় সব বুথে কর্মীরা দলীয় পতাকা তোলেন। গোপীবল্লভ পুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত সকাল থেকে তার বিধান সভা এলাকার প্রায় সবকটি বড় অনুষ্ঠানে যোগদান করে পতাকা উত্তলন করেন।
জেলার অনুষ্ঠানটি এবার জেলা সদর এর পরিবর্তে গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হওয়ায় সেখানটা কিছুটা খামতি থাকলেও শহরের বর্নাঢ্য মিছিল সব কিছুকেই ঢেকে দেয়। পৌরসভা ভোটের আগে ডাঃ উমা সরেন এর নেতৃত্বে এই মিছিল ছিলো যথেষ্ট তাপর্যপূর্ণ ।