নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: শনিবার ২৫,অক্টোবর :: বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ঝিকড্ডা পঞ্চায়েতে সিপিএমে বড় ধাক্কা। একমাত্র সিপিএম সদস্যা সালেহার বিবি প্রায় ৫০০ কর্মীকে সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
২০ আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ১৭টি আসন। এই যোগদানের ফলে কার্যত ঝিকড্ডা পঞ্চায়েতে বামেরা সদস্যশূন্য হল।
বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগ দেন সালেহা বিবি ও তাঁর কর্মীরা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রেখে মানুষ তৃণমূলে আসছেন।”

