ঝুলন যাত্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন, আলো ছড়াচ্ছে শিলিগুড়ি কলেজপাড়া

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: শহর শিলিগুড়িতে এক সময় ঝুলন উৎসব ঘিরে যেভাবে পাড়ায় পাড়ায় জমে উঠত ভিড়, আজও সেই স্মৃতি ফিরিয়ে আনছে কলেজপাড়ার ঝুলন যাত্রা। যুদ্ধ নয়, বরং সৃজনশীলতার প্রতিযোগিতা—কার ঝুলন সেরা, কার থিম আলাদা, তা নিয়েই চলত অঘোষিত লড়াই।

এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন উজ্জ্বল বিশ্বাস। ছোটবেলার সেই ঝুলন যাত্রার স্মৃতি মনে রেখে প্রতিবছরই তিনি নিজ বাড়িতে তৈরি করেন থিম ঝুলন। এবছর তাঁর থিমে উঠে এসেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক পরিচিত স্থান।

উজ্জ্বলবাবুর কথায়, “প্রতি বছরই কিছু আলাদা করার চেষ্টা করি। এবার ভাবলাম, আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের প্রাণ কেন্দ্রগুলোকে একসাথে তুলে ধরি ঝুলনে।”

এবারের ঝুলনে তিনি তুলে ধরেছেন দক্ষিণবঙ্গ: কলকাতার মায়াপুর, ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স এবং উত্তরবঙ্গ: সেবক সেতু, বেঙ্গল সাফারি পার্ক, পাহাড়ি গ্রাম

এই থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমছে এলাকাবাসীর মধ্যে। ছোট-বড় সবাই উপভোগ করছেন এই শিল্পময় আয়োজন। উজ্জ্বল বিশ্বাসের এই উদ্যোগ শুধু শিল্প নয়, এক ধরনের সাংস্কৃতিক সংযোগও গড়ে তুলছে—উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 11 =