নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: বাবাই দাস সোদপুরে শরৎপল্লীর বাসিন্দা । দুই বন্ধু সুদীপ্ত বল ও সন্দীপন মিত্রর সাথে বর্ধমানে আইকন নামে একটি প্রজেক্ট এর কাজ করতো । একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাল সাপ্লাই দেওয়ার বরাত পায়। কিন্তু সুদীপ্ত বল লক্ষ লক্ষ টাকা বাকি রেখে সেখান থেকে গা ঢাকা দেয় ।
এরপর এই বাবাই দাস এর নামে একটি চেক ইস্যু হয় সেই চেক ভাঙ্গে ।বাবাই সবার টাকা পরিশোধ করে দেয় এমনটাই দাবি পরিবারের কিন্তু বাবাই এর পার্টনার সুদীপ্ত বল লালবাজারে ৩৯ লক্ষ টাকার আত্মসাৎ এর একটি অভিযোগ অনে। এই ভিত্তিতেই লালবাজারে তিন প্রতিনিধি দল বাবাই এর বাড়িতে আসে।
কিন্তু সেসময় বাবাই তার কিছুক্ষণ আগে বাড়ি থেকে চলে যায় এমনটাই দাবি পরিবারের। পরিবারের দাবি বাবাইকে পুরোপুরি ফাঁসানো হয়েছে আর এই ফাঁসানোর মূল কান্ডারী হচ্ছে সুদীপ্ত বল যিনি এই প্রজেক্টটির মালিক।