নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: যারা তৃনমূল নেতা ও প্রশাসনিক আধিকারিকদের টাকা দিয়েছেন চাকরির জন্য অথচ চাকরি পাননি তারা বিজেপি জেলা অফিসে এসে যোগাযোগ করুন টাকার ব্যাবস্থা হব এই ধরনের ব্যানার টাঙানো নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে
চাকরির জন্য টাকা দিয়ে তৃনমূল নেতা ও প্রশাসনের কর্তাদের কাছে প্রতারিত হয়েছেন বিজেপি দায়িত্ব নিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করবে । জেলা অফিসে যোগাযোগ করুন । এই মর্মে টাঙ্গানো হলো ব্যানার । সোশ্যাল মিডিয়ায় করা হলো পোস্ট ভাইরাল। প্রয়োজনে ইনবক্স, হোয়াটস অ্যাপ , মেল করার কথাও বলা হলো ।
একইসাথে কাদের সাথে যোগাযোগ করতে হবে তাও বলা হলো। প্রশ্ন উঠছে দুর্নীতির টাকা বিজেপি কেন ও কোথা থেকে ফেরত দেবে তাই নিয়ে।সম্প্রতি বর্ধমানে দলীয় কর্মসূচিতে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বর্ধমানের বড়নীলপুর এলাকায় একটি পথসভায় ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে দিন, যারা টাকা দিয়েও চাকরি পাননি তারা জেলা কার্যালয়ে যোগাযোগ করুক।
তাদের নাম গোপন রাখা হবে। সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে সেই টাকা তাদের ফিরিয়ে দেওয়া হবে। এই দায়িত্ব নিতে হবে।’’