সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: টাকা দেওয়ার নাম করে সোনারপুরের এক যুবককে অপহরণ। ঘটনার তদন্তে নেমে হাওলাদারের টোপ দিয়ে ভাইজাক থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ।
কর্মসুত্রে সোনারপুরের বাসিন্দা ঊষারানী। তিনি তথ্যপ্রযুক্তি সেক্টরে জব প্লেসমেন্টের কাজ করেন। বেশ কিছু জনকে চাকরি দিয়েছিলেন তারই কমিশন বাবদ বেশ কিছু টাকা পেতেন তিনি।
হাওড়াতে লোক পাঠালে বকেয়া ৭ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান তারা। সেই মতন ৯ই জুন ঊষারানী দেবী তার ভাই পুক্কালি ও আমিনকে তিনি পাঠান।
সেখানে একটি হোটেলে গেলে রুমের ভিতর ঢুকিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হয় ও জোর করে ঘুমের বড়ি খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয়। তারপর একটি গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হয় অন্ধ্রপ্রদেশ।এই ঘটনায় ১২ই জুন সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশের একটি টিম অন্ধ্রপ্রদেশ যায়। ইতিমধ্যে পুক্কালি আমিনের বাড়িতে ফোন করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দ্রুত পাওয়ার জন্য পুক্কালিকে মারার ভিডিও পাঠানো হয় তার পরিবারের লোকজনদের কাছে।
অন্ধ্রপ্রদেশে পৌঁছে স্থানীয় এক অটোচালককে ফিট করে পুলিশ। সেই কিডন্যাপারদের সাথে পুলিশের কথামত কথা বলত। মুক্তিপনের টাকা দেওয়ার জন্য একটি হোটেলে ডাকা হয়। সেখানেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
উদ্ধার করা হয় অপহৃতকেও। ধৃতদের ট্রানজিট রিমান্ডে সোনারপুরে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় আরও অনেকে যুক্ত। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।