নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৮,জুলাই :: ‘টাকা নাও হিসাব দাও’, রাজ্যের পাওনা নিয়ে তৃণমূলকে নিশানায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
দুর্গাপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখার আগেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,”রাজ্যের প্রাপ্য দু’লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।সেই টাকা ফিরিয়ে দিতে হবে।”
এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার বলছে টাকা নেওয়াটা আমাদের অধিকার হিসাব দেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। বন্ধ এমএএমসি এইচএফসিআই কারখানা খোলা প্রসঙ্গে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে বলেন ,”এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি মানুষ দেখতে পাবে।
দুর্গাপুরে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সমন্বয়ের মধ্যে পুনর্জীবন হবে।”