টাকা ফেরতের জন্য চাপ? সাগরে’আত্মঘাতী ‘তৃণমূল শিক্ষা সভাপতি

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: সাগর :: চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন? মানসিক চাপে আত্মহত্যা? দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতির রহস্যমৃত্যু। জঙ্গল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ।

জানা গিয়েছে, মৃতের নাম হারাধন দাস। বাড়ি, সাগর রুদ্রনগর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় বিন্দপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। এদিন সকালে বাড়ির কাছে জঙ্গলে হারাধনে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় সাগর থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনার আকস্মিকতায় হতবাক পরিবারের লোকেরা।

কীভাবে মৃত্যু ? স্থানীয় সূত্রের খবর, সাগরে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন হারাধন। বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন খোদ শাসকদলেরই শিক্ষক নেতার শ্যালক !

শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে নাকি টাকাও নিয়েছিলেন হারাধন। যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁরা টাকা ফেরতের দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাহলে মানসিক চাপেই আত্মহত্যা? ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 13 =