নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: সোমবার ২৫,ডিসেম্বর :: টাকির কিছু কিছু দর্শনীয় জায়গাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো । তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমন কি বিদেশী পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে।
ইছামতি নদীর পারে টাকি পর্যটন কেন্দ্রের কাছে বাড়তি অনুভূতি আবেগ কারণ ওপার বাংলাকে নিজে চোখে চাক্ষুস করে দেখে নেওয়া পর্যটকদের মননের সেই অনুভূতির টানে চলে আসে। তাই বড়দিনের সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার অন্যদিকে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়ীগুলোতে ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসু মানুষেরা ।
এবারে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেন গুড়ের পাটালি, খেজুরের রস বিখ্যাত মুন্সীর গামছা যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা । নলেনগুড়ের পাটালি কিনতে ভিড় জমাচ্ছে দোকানে । পাশাপাশি ভারত বিখ্যাত মুন্সির গামছা দেদার কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। তাই বড়দিনের বাড়তি পাওনা পর্যটকদের কাছে গামছা নলেন গুড়ের পাটালী ।