নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: নদীর চরে রৌদ্র পোহাতে কুমিরের দেখা মেলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ইছামতি নদীতে
সাত সকালে কুমিরের দেখা মিলল নদীর চরে রোদ পোয়াতে কুমির চরে এসেছে দেখা যায় সেই দেখতে, টাকি আসা বিভিন্ন পর্যটকদের ঢল নামে যে যার মত মোবাইল ক্যামেরা বন্দী করতে থাকে প্রায় এক ঘন্টা চরে থাকার পর ইছামতি নদীতে চলে যায়।