নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩০,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার পশ্চিম দণ্ডীহাট টাকি রোডের ঘটনা। বছর ১৪ এর রাইন হাসান গাজী, নবীনচন্দ্র মন্ডল হাই স্কুলের ছাত্র আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ।
ঠিক তার উল্টোদিকে সারি সারি ত্যাগ অবৈধভাবে টাকি রোডে দাঁড়িয়ে রয়েছে। সেই লরিকে সাইড করতে গিয়ে ওই ছাত্রের পা এর ওপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকা তুলে ডান পাশের পা হাত পুরো গুঁড়িয়ে যায়, রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা আশঙ্কা জনক ।
এই ঘটনা সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা দুর্ঘটনা জখম ছাত্রের পরিবার টাকি রোডের ওপর কাঠের বেঞ্চ পেতে অবরোধ শুরু করেছে। একদিকে রাস্তার ধারে বেআইনি ভাবে ট্রাক দাঁড়িয়ে থাকা অন্যদিকে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
সাধারণ মানুষ বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি আজ এই ঘটনা ঘটলো আমরা রাস্তা অবরোধ করেছি যতক্ষণ পর্যন্ত এর সমাধান সূত্র না মিলবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চালিয়ে যাব ঘটনাস্থলে বসিরহাট থানা পুলিশ। ঘাতক লরির চালক খালাসী পলাতক পুলিশ লরিটিকে আটক করেছে।