কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,ডিসেম্বর :: বিঘার পর বিঘা জমির টমেটো এবং গাছের ফুল নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। মালদার মানিকচকের সবজি উৎপাদন এলাকা নুরপুর। এছাড়াও লালবাথানি মাঠে বাঁধাকপি,ফুলকপি সঙ্গে প্রচুর টমেটো চাষ করা হয়েছে। অসময়ের বৃষ্টিতে এবং মেঘলা আবহাওয়ায় ফুলকপি বা বাঁধাকপি কিছু না হলেও টমেটো চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
লালবাথানি এলাকার চাষি নারায়ন বসাক জানান, এখানে কয়েকশো বিঘা জমিতে টমেটো চাষ করা হয়। গত বছর প্রচুর ফলনের জন্য আমরা টমেটোর দাম পাইনি। পাঁচ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছিল। এবার টমেটোর দাম কিছুটা বেশি। তাই খুব আশাবাদী ছিলাম। সেই আশায় বাধ সাধল অকালবৃষ্টি।
অনেক মাঠেই জল জমে টমেটো চাষের ক্ষতি হয়েছে। এখন টমেটো মাঝারি অবস্থায়। তাতে পচন ধরতে শুরু হয়েছে। গাছে প্রচুর ফুল এসেছিল। অধিকাংশই বৃষ্টিতে ঝরে গিয়েছে। আমরা চাইছি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিক।