নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৪,আগস্ট :: টানা দুদিন ধরে বন্ধ বিমান পরিষেবা! বৃষ্টিতে জেরবার দুর্গাপুরের অন্ডালের কাজে নজরুল ইসলাম বিমানবন্দর। পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তুঙ্গে।
শুক্রবারে ন্যায়, শনিবার ও দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সবকটি বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। শুক্রবারে বিমানবন্দরের টার্মিনালের ভিতরে জল ঢুকে যাওয়ায়। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং দিল্লীগামী মোট তিনটি ডেস্টিনেশন এর বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছিল।
এমতাবস্থায় শনিবারও একই চিত্র ধরা পড়ল দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। যাত্রীদের পরিষেবা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডাইরেক্টর কৈলাস মন্ডল । অপরদিকে, এদিন বিমানবন্দরে এসে পরিষেবা বন্ধ থাকার কথা জানতে পেরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে প্রকাশ করেন যাত্রীরা।