সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ১,আগস্ট :: টানা বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা জলমগ্ন এমনকি জল জমেছে বিভিন্ন হাসপাতাল চত্বর এলাকায় এর ফলে সমস্যার মধ্যে পড়েছে রোগীর ও রোগীর পরিবারে সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টির জেরে বারুইপুর পৌরসভার ২,৩,৪,৫,১৪,১৫ প্রভৃতি ওয়ার্ড গুলিতে জলমগ্ন পরিস্থিতি কোথাও বা হাঁটু সমান কোথাও বা কোমর সমান জল কার্যত জলমগ্ন হওয়ার কারণে অসুবিধার মধ্যে পড়েছে এলাকাবাসীরা। ঘরের মধ্যে ঢুকে গিয়েছে জল এর ফলে নিত্যপ্রয়োজনীয় কাজ কার্যত শিকেয় উঠেছে।
জলমগ্ন বারুইপুর :: সংবাদ চিত্র – বিক্রম কানু
এছাড়াও ক্যানিং মহকুমার হাসপাতাল সহ ক্যানিংয়ের একাধিক জায়গায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি আর এই জলমগ্নের কারণে সমস্যার মধ্যে পড়েছে রোগী ও রোগীর আত্মীয়রা। একই চিত্র বারুইপুর মহকুমার হাসপাতালে বারুইপুর মহকুমার হাসপাতালে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সেই টানা বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক নিচু জায়গা গুলি। যদিও প্রশাসনের পক্ষ থেকে জমা জল ছড়ানোর কাজ চালানো হলেও সেটি কোন কাজেই লাগছে না এমনটাই মনে করছে এলাকাবাসীরা।
জলমগ্ন বারুইপুর :: চিত্র প্রতিবেদক মিন্টু সোনা দাস
একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে কার্যত কোনটা রাস্তা এবং কোনটা ড্রেন বোঝাই যাচ্ছে না জল নিকাশি ব্যবস্থাকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে এলাকার মানুষ জনেরা। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়ও জলমগ্ন ।জলমগ্ন হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর , সোনারপুর , মগরাহাট , বিষ্ণুপুর , ডায়মন্ডহারবার , জয়নগর সহ একাধিক জায়গা।