টানা ২৪ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর অবশেষে সাঁকরাইল রাজগঞ্জে গঙ্গায় তলিয়ে যাওয়া দুই নাবালকের দেহ উদ্ধার হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: গতকাল বিশ্বকর্মা পুজোর দিন সকালে সাঁকরাইলের রাজগঞ্জ এলাকায় গঙ্গা স্নানে নেমে তলিয়ে যায় দুই নাবালক, এলাকায় খেলাধুলা করার পর গঙ্গা স্নানে নামে তিন বন্ধু, আচমকায় জোয়ার এলে তলিয়ে যায় দুজন, কোনোরকম ভাবে একজনকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং এলাকাবাসীরা যৌথভাবে ওই দুই নাবালকের খোঁজে তল্লাশি শুরু করে, গতকাল গভীর রাত পর্যন্ত চলে খোঁজাখুঁজি, আজ সকাল থেকে পুনরায় গঙ্গায় তল্লাশী অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

দুপুর ১২ টা নাগাদ মানিকপুর এর কাছে গঙ্গা তীরবর্তী একটি ইটভাটা থেকে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ । মনে করা হচ্ছে জোয়ারের টানে দেহগুলি ওই এলাকায় ভেসে এসেছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, একই সঙ্গে দুই নাবালকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =