নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ৫,জানুয়ারি :: টায়ার ফেটে দুর্ঘটনা। গোপাল মাঠে জাতীয় সড়কের মাঝে ঘটলো এই ঘটনা। সাময়িক ব্যাহত যানচলাচল। হতাহতের খবর নেই। একটি মালবাহী পিকআপ ভ্যান দুর্গাপুর দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল।
গোপাল মাঠের কাছে ১৯নম্বর জাতীয় সড়কের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি মাঝ রাস্তায় চলে যায়। বড় গাড়ি না আসায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ ক্রেনের মাধ্যমে পিকআপ সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।

