নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টালিগঞ্জ :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: প্রতিবছরের মত এবছরও সেজে উঠেছে টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি দুর্গা পূজা এ বছরে তাদের থিম চালচিত্র দুর্গা প্রতিমাখড়ও টুন দড়ি দিয়ে তৈরি সারা মন্ডপ জুড়ে রয়েছে কলকাতার বুকে সর্বপ্রথম আলোকসজ্জার এই মন্ডপে বলিউড থেকে টলিউড সকল অভিনেতা অভিনেত্রীরা মন্ডপে এসে মাকে দর্শন করেছে।