সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: সকালে মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পর এবার ওই পুরসভারই ১০ নম্বর ওয়ার্ডে আবারও পথ অবরোধ কর্মসূচি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে। গতকাল পৌরসভা ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যে জুড়ে বিভিন্ন জায়গায় শাসকদলের পক্ষ থেকে চলছে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি। সেইমতোই আজ মহেশতলার ১০ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রোড তৃণমূল কংগ্রেস সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
তাদের দাবি ১০ নম্বর ওয়ার্ডে এবারের প্রার্থী তালিকায় নাম আছে সুমন রায়চৌধুরীর, যিনি এর আগে মহেশতলা পৌরসভারই তিন নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী ছিলেন। অপরদিকে আগের বোর্ডের ১০ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী রিনা দাস আমাদের জানান, কোনো কারণ ছাড়াই তাকে এবার টিকিট দেয়া হয়নি।
তবে সুমন রায় চৌধুরীর বদলে যদি অন্য কোনো প্রার্থীকে এখানে আনা হতো তবে তারা বিক্ষোভ দেখাতেন না বলেই জানালেন রিনা দাস।
পাশাপাশি রিনা দাস এও জানান ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুমন রায় চৌধুরীকে মেনে নিচ্ছেন না। তারা চাইছেন অবিলম্বে তাকে সরাতে হবে। এই বিক্ষোভ প্রদর্শন চলাকালীন রবীন্দ্রনগর থানার পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় বচসা, তারপরেই পুলিশ লাঠিচার্জ করে।