নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: টিটাগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮) গতকাল রাতে গুলি করে খুন করার ঘটনায় সকাল থেকে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায় ।
গতকাল রাতে তাকে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের বাবা সমর সাহাজির সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতীরা এই কাজ করেছে । ওদের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের লোক ।
সূত্রের খবর এরা নয়াবস্তির বাসিন্দা । এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ । এরপর গতকাল সন্ধ্যা বেলা সেলিম বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায় ।
রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার বাবা তাকে ফোন করে । সেলিম জানায় সে বাড়ি আসছে । তারপর তার বাড়ির সামনে স্টেশনের কাছে ওকে পড়ে থাকতে দেখা যায় । ওর পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গেছে বলে খবর। রহড়া থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ ।