কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১,ফেব্রুয়ারি :: টিনের চাল কেটে মুদিখানা দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রীজ মোড়ে। থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। তদন্তে নেমেছে পুলিস।
জানা গিয়েছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন দোকান মালিক মসিউর রহমান। সকালে দোকান খুলে দেখেন দোকানের টিনের চাল কাটা এবং দোকান তছনছ অবস্থায় রয়েছে। ক্যাশ বাক্স থেকে টাকা ও বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে গিয়েছে চোরেরা বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
দোকান মালিক মসিউর বলেন,আজ সকালে এসে দেখি দোকান ঘরের টিনের চাল কাটা ও তিনটি তালা ভাঙ্গা রয়েছে। তিনটি দরজার তালা রড ঢুকিয়ে ভেঙে দোকান ঘরে চুরি করেছে। ২৫-৩০ হাজার টাকা ও দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করেছি।